মাকাল বায়োস্কোপে ওয়েব সিরিজ ডাউনলোড রিভিউ | Makal (2022) Bengali S01 Bioscope WEB-DL -720P | 480P | 1080P -Download
৮ সেপ্টেম্বর বায়োস্কোপে আসছে ওয়েব সিরিজ ‘মাকাল’
ভয়ঙ্কর প্রতারণার গল্পে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘মাকাল’। পরিচালনা করেছেন ‘জিরো ডিগ্রী’ খ্যাত নির্মাতা অনিমেষ আইচ। মাস দুয়েক আগে রাজবাড়ীর গোয়ালন্দসহ কয়েকটি লোকেশনে সিরিজটির শুটিং হয়েছে। সম্পাদনা শেষে ‘মাকাল’ এখন মুক্তির অপেক্ষায়।
আলফা আই-এর ব্যানারে এই সিরিজটি আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, জীতু আহসান, হাসান মাসুদ, রওনক হাসান, জয় রাজ।
গল্পে দেখা যাবে, তরফদার নামে একজন আসামী ধরতে পুলিশ বিভিন্ন পন্থা অবলম্বন করে। যখন ধরতে পারে রাতে আঁধারে একেক পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সদস্যদের ওপর সেই আসামী এক অদৃশ্য প্রভাব খাটায়! রাত পেরিয়ে পুলিশ সকালে আসামী নিয়ে স্থানীয় থানার দিকে যায়, ভীষণ এক ধোঁয়াশা তাদের ঘিরে রাখে। তারা তাদের আসামী ধরতে পেরেছে নাকি সবই আসলে মরীচিকা! বিস্তারিত জানতে দেখতে হবে ওয়েব সিরিজ ‘মাকাল’।
নির্মাতা অনিমেষ আইচ জানান, চিরায়ত গল্পের বাইরে এক অন্য ন্যারেটিভে গল্প দেখাতে চেয়েছেন তিনি। ইন্তেখাব দিনার বলেন, মানুষকে বোকা বানানোই এই ব্যক্তির কাজ। তার বোকা বানানোর জালে আটকে পড়ে অনেকেই। গল্পের পরতে পরতে প্রতারণার গল্প। বাকিটা চমক হিসেবেই থাকুক।
বিশেষ চরিত্রে আরও আছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি বলেন, বড়লোক বাবার বখে যাওয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্র সম্পর্ক বেশি বললে গল্প রিভিল হয়ে যাবে। এতটুকু বলতে পারি এই চরিত্র আগে করিনি। থ্রিলার, মিস্ট্রি সবকিছুই এতে আছে।
‘আলফা আই’-এর কর্ণধার ও ‘মাকাল’-এর প্রযোজক শাহরিয়ার শাকিল চ্যানেল আই অনলাইনকে জানান, ‘মাকাল’ পাঁচ পর্বের ওয়েব সিরিজ।
নামী এই প্রযোজক বলেন, অনিমেষ আইচ চরিত্রগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন যা দর্শক কানেক্ট করতে পারবেন। চরিত্র কানেক্ট করতে পারা মানে গল্পের সঙ্গে মিশে যাওয়া। এতে তরফদার চরিত্রটি ঘিরে গল্প ঘুরপাক খায়। এই ধরণের চরিত্র চারপাশে অসংখ্য রয়েছে। এসব অসঙ্গতি আমাদের জন্য আরামদায়ক না হলেও এগুলো নিয়ে চলতে হচ্ছে। এই চরিত্র দর্শকের চিরচেনা তাই আমাদের বিশ্বাস দর্শক কানেক্ট করে সিরিজটি দেখবে।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন
ডাউনলোড করতে মুভি সাইটে ভিজিট করুুন।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content