বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা কিছু আইসিটি প্রশ্ন ও উত্তর:
১। পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
২। HTML এর পূর্ণ অর্থ কি? (২০১৬)
Ans: গ। Hyper Text Markup Language
৩।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠান কে? (২০১৫, ২০১৪)
Ans:খ। মার্ক জুকারবার্গ
৪। VDU এর পূর্ণ রূপ কি? (২০১৫)
Ans: গ। Visual Display Unit
৫। Mouse একটি (২০১৫)
Ans: গ। Input Device
৬। সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে (২০১৫)
Ans: ক। ৯
৭। ROM এর পূর্ণ অর্থ কি? (২০১৪)
Ans: খ। Read Only Memory
৮। টেলিফোনের জনক কে (২০১৩)
Ans: ক। আলেকজান্ডার গ্রাহামবেল
৯। ইন্টারনেট কবে আবিষ্কার হয়? (২০১২)
Ans: খ। ১৯৬৯ সালে
১০। ১ মেগাবাইট = কত কিলোবাইট (২০১১)
Ans: ঘ। ১০২৪
১১। SMS এর পূর্ণরুপ কি ?(২০১৯)
Ans: ক। Short Message Service
১২। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয় ? (২০১৯)
Ans: ক। রম
১৩। বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে ?(২০১৯)
Ans: গ। ফ্রান্স
১৪। বাংলাদেশে প্রথম ই বুক কোনটি ? (২০১৮)
Ans: ক। একুশ ই বুক
১৫। স্ক্যানার কি ধরনের ডিভাইস ? (২০১৮)
Ans: ক। ইনপুট
বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ( কলেজ সমপর্যায়)
১। ফেসবুক কত সালে প্রতিষ্ঠা করা হয় (২০১৬)
Ans: গ। ২০০৪
২।কম্পিউটারের মুল মেমোরি তৈরি হয় কি দিয়ে (২০১৫)
Ans: খ। সিলিকন
৩। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি (২০১৪, ২০১৯)
Ans: ক। পিপীলিকা
৪। নিচের কোনটি দিয়ে কম্পিউটারে নির্দেশ দেয় (২০১৪)
Ans: খ। কি বোর্ড
৫। ইউনিক্স কি ?(২০১৩)
Ans: খ। একটি অপারেটিং সিস্টেম
৬। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ? (২০১২)
Ans: গ। অ্যাডা অগাস্টা
৭। ইন্টারনেটের জনক কে? (২০১১)
Ans: খ। Vinton Gray Cerf
৮। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত (২০১১)
Ans: ক। কালিয়াকৈর গাজিপুর
৯। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তি কে কি বলা হয়? (২০১৯,২০১৭)
Ans: খ। ইন্টারনেট
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content