ভবিষ্যতের যেকোনো প্রয়োজনে বিকাশ অ্যাপ দিয়ে আইডিএলসি’তে টাকা জমবে, বাড়বে নিরাপদে
যেকোনো প্রয়োজনে বিকাশ অ্যাপের ‘সেভিংস’ সার্ভিস থেকে খুব সহজেই আর্থিক প্রতিষ্ঠানের সাথে শুরু করতে পারবেন সেভিংস স্কিম।
এই সেভিংস স্কিমের আওতায় প্রতিমাসে জমার টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার বিকাশ একাউন্ট থেকে কেটে নেয়া হবে এবং মেয়াদ শেষে লাভসহ আসল টাকা পেয়ে যাবেন আপনার বিকাশ একাউন্টে। শুধু তাই নয়, মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করতে কোনো খরচও লাগবে না।
আর্থিক প্রতিষ্ঠানঃ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সেভিংস স্কিমের বিস্তারিত
- জমার পরিমাণ: প্রতি মাসে ৫০০/১,০০০/২,০০০/৩,০০০ টাকা
- সেভিংস স্কিমের মেয়াদ: ২/৩/৪ বছর
- মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করতে কোনো খরচ লাগবে না
- দেশের প্রচলিত আইন অনুযায়ী এআইটি ও আবগারী শুল্ক প্রযোজ্য হবে
ভিডিওতে দেখে নিন বিকাশ অ্যাপ দিয়ে কীভাবে টাকা জমানো শুরু করবেন?
Start at 0:02
জেনে নিন বিকাশ অ্যাপ দিয়ে কীভাবে টাকা জমানো শুরু করবেন?
- বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ বাটনে ট্যাপ করে নিয়ম ও শর্তাবলীতে সম্মতি দিয়ে এগিয়ে যান।
- এখন ‘নতুন সেভিংস স্কিম খুলুন’-এ ট্যাপ করুন।
- সেভিংস-এর সময়কাল (২/৩/৪ বছর) ও জমার ধরন (মাসিক) নির্বাচন করুন।
- প্রতি মাসে যে পরিমাণ টাকা জমাবেন (৫০০/১,০০০/২,০০০/৩,০০০) তা সিলেক্ট করুন।
- আর্থিক প্রতিষ্ঠানের স্কিম নির্বাচন করে মোট জমার তথ্য দেখে এগিয়ে যান।
- আপনার নমিনি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সেভিংস-এর উদ্দ্যেশ্য নির্বাচন করুন।
- সেভিংস সামারি দেখে নিশ্চিত হয়ে নিন।
- নিয়ম ও শর্তাবলী ভালোভাবে পড়ে, বুঝে আপনার সম্মতি দিন।
- আপনার বিকাশ একাউন্টের পিন দিন।
- সবশেষে – স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন।
- সেভিংস-এর রিকোয়েস্টটি সম্পন্ন হলে, বিকাশ ও আইডিএলসি থেকে কনফার্মেশন মেসেজ পাবেন;
- ব্যাস! আপনি সফলভাবে ডিজিটাল পদ্ধতিতে খুলে ফেললেন আপনার সেভিংস স্কিম।
এছাড়া সেভিংস স্কিম সম্পর্কিত নিচের বিষয়গুলো অবশ্যই জেনে নিন
- আপনার বিকাশ অ্যাপ থেকে আপনি একাধিক সেভিংস স্কিম খুলতে পারবেন।
- সেভিংস স্কিমে নমিনির তথ্য প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।
- সেভিংস স্কিমের জন্য বিকাশ/আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে কোনো লুকানো/অতিরিক্ত চার্জ নেই।
- আপনার ইটিআইএন-এর তথ্য সেভিংস স্কিমে প্রদান করলে আপনি সেভিংস স্কিমে অর্জিত লাভের উৎসে কর কম কর্তন করা হবে । এক্ষেত্রে সেভিংস স্কিমের মেয়াদ শেষ হবার আগে আপনি বিকাশ অ্যাপের সেভিংস অপশনে গিয়ে যেকোনো সময় ইটিআইএন-এর তথ্য প্রদান করতে পারবেন। আর ইটিআইএন না থাকলে, এনবিআর-এর ওয়েবসাইটে গিয়ে তা গ্রহণ করুন: https://secure.incometax.gov.bd/TINHome
- সেভিংস স্কিমের গ্রাহক যদি মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ টাকা বা আংশিক পরিমাণ ক্যাশ আউট করেন, বিকাশ প্রযোজ্য ক্যাশ আউট খরচ মওকুফ করবে।
- বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান অনুসারে, ৩ মাস পূর্ণ হবার আগে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সাথে কোনো সেভিংস স্কিম বাতিল করা সম্ভব নয়। তবে আপনি ৩ মাস শেষে যেকোনো সময় এনক্যাশমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন।
- আপনার বিকাশ একাউন্টের পিন এবং ভেরিফিকেশন কোড কখনো কারও সাথে শেয়ার বা প্রকাশ করবেন না। আপনার বিকাশ একাউন্টের পিন, ওটিপি এবং অন্যান্য তথ্য যদি অন্য কেউ ব্যবহার করে এবং প্রতারণামূলকভাবে এই সঞ্চয় সুবিধা বাতিল করে দেয় তবে বিকাশ এর কোন দায় বহন করবে না।
- আপনি যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনার সেভিংস স্কিম বন্ধ করতে চান, তবে আপনি আপনার নির্বাচিত সেভিংস স্কিম অনুযায়ী সম্পূর্ণ মুনাফা নাও পেতে পারেন। অর্জিত মুনাফা সম্পর্কিত আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আইডিএলসি’র সাথে যোগাযোগ করুন।
- বিকাশ নির্ধারিত তারিখে গ্রাহকদের আমানত/কিস্তির পরিমাণ সংগ্রহের অধিকার সংরক্ষণ করে। আপনার বিকাশ গ্রাহক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স/অর্থ না থাকলে বা কিস্তির টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার সময় আপনার অ্যাকাউন্ট সক্রিয় না থাকলে লেনদেন ব্যর্থ হবে এবং এক্ষেত্রে পরবর্তী দু’দিন বিকাশ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার চেষ্টা করবে। যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে অপর্যাপ্ত স্থিতি/ব্যালান্স থাকার কারণে অথবা অ্যাকাউন্ট সক্রিয় না থাকার কারণে কিস্তির টাকা কেটে নেওয়া সম্ভব না হয়, তবে আপনি উক্তদিনের মুনাফা পাবেন না।
- যদি কিস্তি সংগ্রহের সর্বশেষ চেষ্টা ব্যর্থ হয় তবে তবে আপনি কিস্তি প্রদানে ব্যর্থ হয়েছেন বলে গণ্য হবে এবং উক্ত আমানতের পরিমাণের উপর আপনি মুনাফা পাবেন না। অর্জিত মুনাফা সম্পর্কিত আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আইডিএলসি’র সাথে যোগাযোগ করুন।
- আর্থিক প্রতিষ্ঠান তার নীতিমালা অনুযায়ী মুনাফার হার কোনো কারণ দর্শানো ব্যাতিরেকে পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করার অধিকার সংরক্ষণ করে।
- বিকাশ কোন পূর্ব ঘোষণা ছাড়াই যে কোনও সময় উল্লিখিত শর্তাবলি পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content