বিকাশের অ্যাড মানি অফারের ছড়াছড়ি চলছে এই মাসে 😀 অনেকেই দেখি বোনাস নিয়ে ৩০০-৪০০ টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে। আবার দেখলাম অনেকে এতো অফার দেখে কনফিউজড হয়ে যাচ্ছে। একটা অফার নিয়ে অন্য আরেকটা অফারের ক্যাশব্যাক খুজতেসে :p । যারা এরকম প্রবলেম ফেস করতেসেন তাদের জন্য আমার এই পোস্ট, আশা করি কনফিউশন সব একদম ক্লিয়ার হয়ে যাবে ।
১। ৫০০ টাকা বা তার বেশি অ্যাড মানিতে ১০০ টাকা বোনাস আর ১০০ টাকার কুপন (স্বপ্ন) পাবেন।
শর্তঃ
* এই অফার শুধুমাত্র তাদের জন্য যারা কখনো অ্যাড মানি করে নাই।
* এখন ধরেন, আপনি বিকাশ ব্যবহার করেন কিন্তু কখনো অ্যাড মানি করেন নাই, অন্য একটা অফার দেখে নিলেন, তখন যেই অফার নেন না কেন এই অফারটা পাবেন আগে যদি আগে অ্যাড মানি না করে থাকেন। তাই আগে এই অফার নিবেন তারপর অন্য গুলো।
* শুধুমাত্র iBanking করে অ্যাড মানি করলেই পাবেন, অন্যভাবে করলে পাবেন না।
* আপনি ক্যাশব্যাক পাবেন ২ কার্যদিবসের মধ্যে আর কুপন পাবার ৭ দিনের মধ্যে ব্যবহার করতে হবে।
মেয়াদ শেষঃ ৮ই মার্চ।
*** আর যে যে ব্যাংক থেকে অ্যাড করলে পাবেন তার তালিকা শেয়ার করলাম তার বাহিরে কোনো ব্যাংক থেকে করলে পাবেন না, সরি।
লিস্ট-
Midland Bank Limited,
Sonali Bank Limited,
Agrani Bank Limited,
Bank Asia Limited,
Prime Bank Limited,
Southeast Bank Ltd,
Standard Bank Limited,
IFIC Bank Limited,
IFIC Bank Limited,
EXIM Bank Limited,
Pubali Bank Limited,
NCC Bank Limited
২। ৯৯৯ টাকা অ্যাড মানি করলে ২১ টাকা ক্যাশব্যাক পাবেন।
শর্তঃ
* কার্ড টু বিকাশ করলেই শুরু পাবেন
* শুধুমাত্র একবার অফার পাবেন
* অফার পাবেন ১ কার্যদিবসের মধ্যে
* সবাই নিতে পারবে
মেয়াদ শেষঃ ২৮ই, ফেব্রুয়ারি
৩। প্রতি শুক্রবার ব্যাংক থেকে ১,৫০০ টাকা অ্যাড মানি করলে ১০০ টাকা ক্যাশব্যাক
শর্তঃ
* শুধুমাত্র যারা ইন্টারনেট ব্যাংকিং ও বিকাশ-এ লিংক একাউন্ট দিয়ে করবে তারাই পাবে
* সবাই নিতে পারবে
* নির্দিষ্ট শুক্রবারে শুধুমাত্র ১টি লেনদেনে অফারটি পাবেন
* ৪ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, এবং ৪ মার্চ, ২০২২ তারিখ এই ৫ দিন নিতে পারবেন।
* ক্যাশব্যাক পাবেন ২ কার্যদিবসের মধ্যে
* যে বিকাশ একাউন্টে অ্যাড মানি করা হবে, সেই একাউন্টেই বোনাস প্রদান করা হবে
মেয়াদ শেষঃ ৪ মার্চ, ২০২২।
আশা করি সবাই এই অফার গুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছেন, তারপরও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করবেন বলে দিবো।
MOVIE INFORMATION
DOWNLOAD THIS MOVIE
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: leodaudbd@gmail.comWe will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content