বর্ডার বাংলা মুভি আসছে | Border Bangla Movie 2022
“বর্ডার”
হলো দুই দেশের সীমানা । এই সীমানা দিয়ে বৈধভাবে পার হয় মানুষ, গরু ও নানান দ্রব্যাদি । তেমনি আবার হয় মাদক সহ নানান দ্রব্যাদির চোরাচালান । এই চোরাচালান কে ঘিরে গড়ে ওঠে বেশ কিছু গ্যাং । আবার তাদের মাঝে ঘটে নানান ঘাত, প্রতিঘাত, সংঘাত ।
এমনি সীমান্তবর্তি এলাকার কিছু মানুষের জীবনচক্র নিয়ে আমাদের সিনেমা “বর্ডার” ॥
পরিচালকঃ সৈকত নাসির।
কাহিনীঃ আসাদ জামান।
অভিনয়ঃ আশীষ খন্দকার, সুমন ফারুক, সান্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা ও আরো অনেকে ।
প্রযোজনাঃ ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।
পরিবেশনাঃ জাজ মাল্টিমিডিয়া।
“Border” first look Poster…..
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content