Boddo Bhalobashi (2022) Bengali WEB-DL -480P | 720P | 1080P – Free Download & Watch Online
Boddo Bhalobashi | বড্ড ভালোবাসি | Official Trailer | Nipa Rose | Bangla Movie 2022
Movie : Boddo Bhalobashi
Director : Juwel Farsi
Cast : Nipa Rose, Amitabh Bhattacharya, Hasib Khan Shanto, Nana Shah, Bishwajit Chakrabarty, Subrata And Others.
Production : S Rose
ছবি : বড্ড ভালোবাসি
পরিচালনা : জুয়েল ফারসি
অভিনয়ে : নিপা রোজ, অমিতাভ ভট্টাচার্য, হাসিব খান শান্ত, নানা শাহ, বিশ্বজিৎ চক্রবর্তী, সুব্রত প্রমুখ।
প্রযোজনা : এস রোজ ফিল্ম।
শানের পাশাপাশি “বড্ড ভালোবাসি” সিনেমারও প্রচার করুন৷
অন্তত একজন নবাগতা নায়িকার পিছনে শ্রম দিন
এক শান হিট না হলে হয়তো ইন্ড্রাস্টির কিছুই আসবে যাবেনা,
কিন্তু একজন নবাগতা তারকার প্রথম ছবিকে এভাবে অবহেলা করিয়েন না..
হতে পারে এই ছবি থেকেই উঠে আসতে পারে আগামীর রাজ্জাক আলমগীর শাকিব খান শাবানা কিংবা ববিতা!
যারা বাংলা সিনেমা ভালোবাসেন। নির্দিষ্ট কোনো তারকা নয় বরং ভালো নির্মাণ এবং ভালো গল্পের সিনেমা দেখতে চান তাদের জন্য এই ঈদে আসছে বড্ড ভালোবাসি।ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি,এই ঈদের আনন্দ কে দিগুন বাড়িয়ে দিতে এই ঈদে বড় পর্দায় আসছে এস রোজ ফ্লিমস প্রযোজিত, জুয়েল ফরাসি পরিচালিত বড্ড ভালোবাসি।
চমৎকার লোকেশনে নির্মিত সিনেমাটি দর্শক হৃদয়ে নাড়া দিবে।
কারণ সিনেমার গল্পটি এক কথায় অনবদ্য।এই সিনেমায় প্রত্যেক শিল্পীই তার সেরাটা দিয়ে অভিনয় করেছেন।যার প্রমাণ
সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে ভূয়শী প্রশংসা করেছেন।
এই ঈদে বড় তারকাদের সিনেমার পাশাপাশি এই সিনেমাটি দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নেবে বলেই বিশ্বাস সিনেমা সংশ্লিষ্টদের।কারণ এই সিনেমার হিরো হলো সিনেমার গল্প এবং
মেকিং। প্রযোজনা সংস্থা কে ধন্যবাদ দিতেই হয় কারণ এই ঈদে বড় বড় বাজেটের সিনেমার সঙ্গে তার এই সিনেমাটি মুক্তি দেয়া বড় সাহস এর ব্যাপার এবং শিল্পের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ যেখানে অনেক সিনেমায় হল সংকটের অজুহাতে মুক্তির জন্য সরে দাঁড়িয়েছে।
সিনেমাটিতে অভিনয়ে করেছেন: নিপা রোজ,অমিতাভ ভট্টাচার্য, হাসিব খান শান্ত, নানাশাহ, বিশ্বজিৎ চক্রবর্তী এবং সুব্রত। অনলাইন মার্কেটিং এর দায়িত্বে আছে বিডি ফিল্মবাজ।
তাই সবাইকে অনুরোধ করবো আপনার পছন্দের সিনেমা গুলো দেখার পাশাপাশি, অবশ্যই বড্ড ভালোবাসি সিনেমাটি দেখবেন, কারণ সিনেমার এই সংকটে বড্ড ভালোবাসি এর সাফল্য নিঃসন্দেহে ইন্ডাস্ট্রির জন্য সুফল বয়ে আনবে। বাংলা সিনেমার জয় হোক। ঈদে মুক্তি প্রাপ্ত সকল সিনেমার সাফল্য কামনা করছি।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content