Floor Number 7(2022) Bengali Chorki WEB-DL -720P | 480P | 1080P -Download & Watch Online
একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন চিত্রনায়িকা বুবলি। বর্তমানে তিনি রায়হান রাফির সাত নাম্বার ফ্লোর নামের একটি সিনেমার শুটিং করচ্ছেন।
বুবলির জন্য শুভকামনা।
’ফ্লোর নম্বর ৭’ নাম কেন? সিনেমাটি একটি শুটিং ফ্লোরের গল্পকে নিয়ে। এই ফ্লোরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেট ঘটনা নিয়েই রহস্যের দানা বাঁধতে থাকে। কিছু আবেগ, ভালোবাসা আর কিছু গুঞ্জন নিয়ে সিনেমাটির টান টান গল্প।
রায়হান রাফি’র আপকামিং ওয়েবফিল্ম “ফ্লোর নম্বর ৭”দেখা যাবে শাহরিয়ার নাজিম জয় কে। ওয়েবফিল্মটি মুক্তি পাবে ঈদে চরকি’তে।
ঈদের জন্য সিনেমা তৈরি করছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি।
সিনেমাটির নাম রাখা হয়েছে “ফ্লোর নম্বর ৭”।
সিনেমাটিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন দুই আলোচিত ও জনপ্রিয় মুখ শবনম ইয়াসমিন বুবলি এবং তমা মির্জা।তাদের সাথে নায়ক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছে মডেল রাজ মানিয়া।আরো অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়,সুমন আনোয়ার সহ অনেকেই।
সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম চরকিতে।
জানোয়ার, খাঁচার ভেতর অচিন পাখি, টান এর মতো জনপ্রিয় এবং আলোচিত ওয়েবফিল্ম উপহার দেবার পর এবার ঈদে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি হাজির হচ্ছেন তার নতুন ওয়েবফিল্ম ‘ফ্লোর নম্বর ৭’ নিয়ে।
রায়হান রাফির পরিচালনায় চিত্রনায়িকা বুবলী এবং তমা মির্জার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হচ্ছে যথাক্রমে টান এবং খাঁচার ভেতর অচিন পাখি। এবার এই দুই অভিনেত্রী একসাথে হাজির হচ্ছেন ‘ফ্লোর নম্বর ৭’ ওয়েবফিল্মে। সাথে এবারই প্রথম অভিনেতা হিসেবে দেখা যাবে দেশের অন্যতম জনপ্রিয় মডেল রাজ মানিয়াকে।
দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ তে ঈদ উপলক্ষে রিলিজ দেয়া হবে ‘ফ্লোর নম্বর ৭’। এই ওয়েবফিল্মে আরো দেখা যাবে শাহরিয়ার নাজিম জয় এবং সুমন আনোয়ারকে। সবমিলিয়ে বলা যায় এই সময়ের বদলে যাওয়া দর্শকদের পালস বুঝতে পারা নির্মাতা রায়হান রাফি এবারো হতাশ করবেন না বলেই মনে হচ্ছে। বাকিটা জানা যাবে ফ্লোর নম্বর ৭’ রিলিজের পরে। শুভ কামনা রইলো পুরো টিমের জন্য।
শূন্য দশকের পর ছোটপর্দার প্রথমসারীর কয়েকজন অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন শাহরিয়ার নাজিম জয়। নাটকের পরে মান্না, শাবনূর, অপু বিশ্বাসদের সঙ্গে সিনেমাও করেছেন তিনি। পাওয়া যায় পরিচালনাতেও।
তবে এসব পরিচয় ছাপিয়ে গত কয়েক বছরে উপস্থাপনায় জনপ্রিয়তার ট্যাগ পেয়ে যান জয়। চ্যানেল আইয়ের ‘৩০০ সেকেন্ড’সহ বহু অনুষ্ঠানের উপস্থাপনা তাকে আলোচিত করেছে।
ফ্লোর নাম্বার ৭-এ অভিনয় প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে জয় বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে খুন হওয়া নিয়ে কিছুটা গোয়েন্দা ধাঁচের গল্প এটি। এতে আমার অভিনয়ের যথেষ্ট সুযোগ ছিল। সেটা কাজে লাগিয়েছি।
জয়ের স্পষ্ট কথা, অভিনয়ে আমার দীর্ঘদিন বিরতি ছিল। আগের গতিটা ফিরিয়ে আনতে বেশি পরিশ্রম করতে হয়েছে। আমি নিজেও বিশ্বাস করি এটি আমার কামব্যাক প্রজেক্ট।
জীবনের গল্প, পাষাণের প্রেম ছবির এই অভিনেতা বলেন, যেহেতু আমি একজন অভিনেতা ওটাই আমার প্রথম পরিচয়। শাহরিয়ার নাজিম জয় তৈরি হয়েছে অভিনয় দিয়ে। তাই অভিনয়ের প্রতি সবসময় আমার দুর্বলতা বিরাজমান। আবার যেহেতু কামব্যাক করলাম, ভালো কাজ পেলে অবশ্যই আগামীতে অভিনয় করবো।
ফ্লোর নাম্বার ৭-এ সহশিল্পী বুবলী, তমা মির্জা, মডেলিং থেকে অভিনয়ে আসা রাজ মানিয়া, সুমন আনোয়ারসহ প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছেন বলেও জানান শাহরিয়ার নাজিম জয়।
তিনি আরও বলেন, দুর্দান্ত বানিয়েছে রাফী। সে এই সময়ের অন্যতম সেরা নির্মাতা। ওটিটিতে ভালো কাজের জন্য তাকে চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ডসে সেরা নির্মাতার পুরস্কারও দেয়া হয়েছে। আমার বিশ্বাস এই কনটেন্ট দিয়ে চরকি অ্যাপ আরও বেশি ছড়িয়ে যাবে।
রায়হান রাফী তার নতুন এই ওয়েব ফিল্মটিতে জয় ছাড়া অন্য শিল্পীদের নিয়ে বললেন এভাবে, ‘খাঁচার ভিতর অচীন পাখি’ থেকে তমা মির্জার পাখি চরিত্রটি নিয়েছি, টান থেকে বুবলীর অবনী চরিত্র নিয়েছি এই সিনেমায়।
রাজকে অডিশনের মাধ্যমে নিয়েছি। এখানে সব ভালো আর্টিস্টদের মাঝে সে যেভাবে অভিনয় করেছে মনেই হবে না প্রথম অভিনয় করেছে। রাজ সুপারস্টারের চরিত্র করেছে। জীবনের প্রথম অভিনয়ে সুপারস্টার চরিত্র করাটা যে কতটা কঠিন যে করে সে বুঝতে পারে। আমার বিশ্বাস রাজ মানিয়ার মাধ্যমে ইন্ডাস্ট্রি নতুন আরেকজন হিরো পাচ্ছে।
সবশেষে পরিচালক রায়হান রাফীর কথা, আমি বিভিন্ন জনরার নতুন নতুন গল্প বলতে পছন্দ করি। ‘ফ্লোর নাম্বার ৭’-এও নতুনত্ব আনার চেষ্টা করেছি। আমার প্রথম ছবি ‘পোড়ামন ২’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ঈদে। ৪ বছর পর আবারও ঈদে চরকিতে আমার ছবি মুক্তি পাচ্ছে। দর্শকের উপভোগ্য হওয়ার কোনো কমতি রাখিনি।
MOVIE INFORMATION
DOWNLOAD THIS MOVIE
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: leodaudbd@gmail.comWe will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content