ফারহান আহমেদ জোভানের নাটক ডাউনলোড রিভিউ |Farhan Ahmed Jovan এর Best Natok List 2022
গল্পনির্ভর, প্রশংসিত কিছু কাজ ফারহান আহমেদ জোভানের ❤️
যে গল্পগুলো একটু বেশি ভাল লাগছে ২০২২ এ…..
💢 কান্নাঃ
নারী পাচার যেন নিত্য নৈমিত্তিক ঘটনা এদেশের জন্য। মাসুম শাহরিয়ারের রচনায় আর এল আর সোহেলের নির্মাণে এদেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া এই ব্যাধিটিই উঠে এসেছে কান্না নাটকে। পুরো নাটকের প্রায় পুরোটা সময়ই স্ক্রিনটাইমে অবস্থান করে নিজের অভিনয় মুগ্ধতার জানান দিয়েছিলেন জোভান, ❤️
এটা বছররে প্রথম ২ মাসের মধ্যে নিরপেক্ষ রিভিউ বেইজড সেরা কাজ ছিল ❤️
💢 প্রশ্রয়ঃ
এক সংগ্রামী মায়ের গল্প, প্রথম স্বামীর এক দুর্ঘটনায় হারিয়ে যাবার পর আরেকজনের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া কিন্তু কোনমতেই নিজের প্রথম স্বামীর সংসারে জন্ম নেওয়া সন্তানকে দ্বিতীয় স্বামীর মেনে না নেওয়াতে দ্বিতীয় স্বামীর সাথে আলাদা হয়ে যাওয়া এবং একই সাথে সন্তান মারাত্মক অসুস্থ হওয়ায় সবদিক দিয়ে অসহায় হয়ে পড়ে মা। জীবনের গতিপথ সবসময় একইভাবে ঘুরে না তাই নিয়তি প্রতিবার তাকে অসহায়ত্বে ফেলে দিলেও একটা সময় আশার আলো দেখায়। আর সেই আশার আলো দেখাতে মশাল নিয়ে এগিয়ে আসে এক যুবক। আর পাশে দাড়ানোর গল্পই সবমিলিয়ে ফুটিয়ে তোলাই ছিল এই নাটকের সংশ্লিষ্ট সবার। রুম্মান রশিদের গল্পে এটা রাফাত মজুমদার রিংকুর নির্মাণ ❤️
💢 ও আমার বোন নাঃ
হিংসার বশবর্তী হয়ে অন্যের ভিডিও এডিট করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার কুফল নিয়ে নাটকটি তৈরি। আমাদের সমাজের কুৎসিত মনোভাবাপন্ন মানুষের কুৎসিত কর্মকাণ্ডের কারনে নিরপরাধ একটা সুন্দর পরিবার কিভাবে নিমেষেই ধ্বংস হয়ে যায় সেটা তুলে ধরাই ছিল সংশ্লিষ্ট সবার উদ্দেশ্য। মোসাব্বের হুসেন মুয়িদের গল্পে মাবরুর রশিদ বান্নার এই নির্মাণ অনেক গুরুত্ব বহন করে ❤️
💢 মনোফোবিয়াঃ
মনোফোবিয়া বা অটোফোবিয়া হলো একপ্রকার মনোরোগ যেটা আমাদের দেশসহ সর্বোপরি পুরো বিশ্বে বিরাজমান একটা রোগ। একাকী হবার ভয় থেকে আসলে এই রোগের সূত্রপাত। এই রোগে আক্রান্ত রোগীরা অনেক সময় অনেকসময় তারা তাদের আশেপাশের সবকিছু অনিরাপদ মনে করেন। মনোফোবিয়া রোগে আক্রান্ত রোগীর ভুমিকা জোভান অনেক প্রশংসা পাবার যোগ্য কারন যেভাবে এই রোগে আক্রান্ত রোগীর ভুমিকায় মিশে গেছেন তা অনেকদিন মনে রাখার মতো ❤️
গল্প এবং নির্মাণ উভয়টি সাগর জাহানের ❤️
💢 লগ ইন লগ আউটঃ
একটা নবদম্পতির জন্য কোয়ালিটি টাইম কাটানোটা খুবই জরুরি। কিন্তু কোন কারনে যদি সেটা না হয় তাহলে সেটা ক্ষতির কারন। কারন ভার্চুয়াল এই জগতের প্রতি আসক্তি এমনিতেই খুব বেশি সবার আর সেটা যদি নবদম্পতির বেলায় ঘটে তাহলে সেটা আরো ভয়াবহ রূপ ধারন করে। একাকীত্ব থেকে একটা সময় দুজনই জড়িয়ে পড়তে পারে পরকীয়া সম্পর্কে। পরকীয়া সম্পর্কের নানান মাধ্যম আমরা দেখি কিন্তু এটার জন্য ভার্চুয়াল মাধ্যম যে অনেকসময় বড় ভুমিকা রাখে সেটা এর আগে তেমন দেখিনি আর এখানেই এই কাজটার আসল স্বার্থকতা ফুটে উঠেছে। অর্ক মুস্তফার রচনায় রাফাত মজুমদার রিংকুর নির্মাণে এটা দারুণ 👌❤️
💢 অতিরিক্তঃ
অতিরিক্ত All but nothing!
অতিরিক্ত কোন কিছুই ভালো নয় গল্পের থিম এটা হলেও এই কাজটায় ফুটে উঠেছে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক। আমাদের সমাজে কাজের বুয়াদের প্রতি যে দৃষ্টিতে দেখা হয় তা সত্যি দৃষ্টিকটু। কাজে একটু হেরফের হলে তাদের প্রতি চলে অত্যাচার, অবিচার। সমাজের বিত্তশালীদের এই এই অশোভনীয় মনোভাব সত্যি ভীষণ কষ্টদায়ক। এই গল্পে আরেকটি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে সেটা হলো মানসিক সমস্যাকে এই সমাজের ছোট করে দেখাটা। অথচ মানসিক সমস্যা সকল সমস্যার মূল সেটা সবাই বুঝতে পারেনা। মুন্তাহা বৃত্তার রচনায় রাফাত মজুমদার রিংকুর দারুণ নির্মাণ ❤️
ন্যাচারালিটি!
ইয়েস একটা সুন্দর গল্পের চরিত্র যখন ন্যাচারাল থাকে তখন গল্পটা দর্শকদের আকৃষ্ট করে বেশি আর এই সবগুলো গল্পে পছন্দের অভিনেতা জোভান পিউর ন্যাচারাল 👌❤️
আরেকটা পছন্দের দিক হলো ম্যাচিউরিটি যেটা আলাদা ভালোলাগা বাড়িয়েছে আমার। বছরজুড়ে রোমান্টিক বেশি করেছেন তার বাইরে গল্প নির্ভর, সামাজিক সচেতনতামূলক এই গল্পগুলো আমার একটু বেশি ভাল লাগছে। আর এইজন্য খুব করে চাই গল্প নির্ভর কাজে তাকে প্রতিনিয়ত দেখতে ❤️
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content