পেয়নিয়ার থেকে বিকাশে উইথড্র
প্রথমত আপনি পেওনিয়ার থেকে বিকাশে উইথড্র করবেন নাকি ব্যাংকে করবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে আপনি বাধ্য না বিকাশে টাকা উইথড্র দেয়ার জন্য। বিকাশ পেওনিয়ার এর সাথে একটি ভালো উদ্যোগ নিয়েছে এইটাই মূল কথা। কারা কত পার্সেন্ট চার্জ করছে বা করছে না সেগুলো সবকিছু ভেবেই আপনি উইথড্র দিবেন।
—-
কিন্তু মূল কথা হলো উইথড্র কিভাবে করবেন বা এই প্রসেসটা কিরকম? অনেকে বুঝতেই পারছেন না এই ব্যাপারগুলো। কারণ ব্যাংকে উইথড্র করার জন্য আপনাকে পেওনিয়ার দিয়ে লগইন করে পেওনিয়ারে ব্যাঙ্ক একাউন্ট অ্যাড করে তারপর উইথড্র দিতে হয় কিন্তু পেওনিয়ার থেকে বিকাশে উইথড্র প্রসেস একদম সহজ। আমি নিজে উইথড্র দিয়েছি আজকে।
—-
তাহলে আসুন জানি কিভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা উইথড্র করবেন:
ধাপ ০১: আপনার মোবাইলে বিকাশ এপটি ওপেন করে লগইন করুন
ধাপ ০২: তারপর ক্লিক করুন “আরো” নামের অপশনটিতে
ধাপ ০৩: এরপর ক্লিক করুন “রেমিটেন্স” অপশনটিতে
ধাপ ০৪: “পেওনিয়ার” এর একটি অপশন দেখতে পারবেন যেখানে ক্লিক করুন এবং পেওনিয়ার লগইন করুন
ধাপ ০৫: এরপর পেওনিয়ার একাউন্টটি বিকাশ এর সাথে যুক্ত হয়ে যাবে এবং পেওনিয়ারে থাকা আপনার “$” এমাউন্টটি দেখতে পারবেন।
ধাপ ০৬: “$” এমাউন্টটিতে ক্লিক করে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা (এক্সচেঞ্জ রেট ভেরি করে বিভিন্ন সময়, প্রতি ডলারে রেট কত আসবে তা দেখতে পারবেন) সর্বনিম্ন আপনি বিকাশে উইথড্র করতে পারবেন।
ধাপ ০৭: টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে ভেরিফিকেশন কোড লিখে উইথড্র সম্পূর্ণ করতে পারবেন এবং ১ মিনিটের মাথায় আপনার বিকাশে টাকা যুক্ত হবে।
—-
এইবার আসি পেওনিয়ার থেকে বিকাশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা আপনি প্রতিদিন কিংবা প্রতি মাসে উঠাতে পারবেন।
১। প্রতি ট্রানজেকশন: প্রতিদিন সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা
২। সর্বোচ্চ এমাউন্ট: প্রতিদিন ১,২৫,০০০ টাকা এবং প্রতি মাসে ৪,৫০,০০০ টাকা।
—-
মনে রাখবেন বিকাশ থেকে ক্যাশআউট প্রতিদিন সর্বোচ্চ ২৫০০০ টাকা এবং মাসে ১,৫০,০০০ টাকা। আর ক্যাশআউট না করেই কেনাকাটা, বিল পে, মোবাইল রিচার্জ এর কাজ সেরে ফেলতে পারেন বিকাশ দিয়ে তাহলে ক্যাশ আউট চার্জের চিন্তাই থাকবে না।
—-
আমি জানি ইতিমধ্যেই অনেকেই এই সার্ভিস এবং অফার সম্পর্কে জেনে গেছেন তাও নিজের জন্য হলেও এতো বড় করে লিখে ফেললাম।
—-
আর ১৬ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত ফ্রিল্যান্সিংয়ের টাকা এনে প্রতিদিন জিতে নিতে পারেন একটি করে স্মার্টফোন! সাথে থাকছে প্রতি লেনদেনে ফ্ল্যাট ২% বোনাস! বোনাস অফারটি চলবে ১০ মার্চ, ২০২২ পর্যন্ত।
—-
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bkash.com/bn/payoneer
#Payoneer_to_bKash #bKash_for_freelancers
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content