ডোমেইন নামটি রেজিস্ট্রেশন করার জন্য খালি নেই, এখন আমি ডোমেইন নামটি কিভাবে কিনতে পারি ?
আর্টিকেলের শুরুতে জেনে রাখা প্রয়োজন, ডোমেইনটির বর্তমান মালিক যদি বিক্রি করেন। সেক্ষেত্রে আপনি ক্রয় করতে পারবেন।
প্রথমে যে কাজটি করবেনঃ ডোমেইনটির হুইজ চেক করুন। হুইজ এর মাধ্যমে ডোমেইন এর মালিকের তথ্য যেমনঃ নাম, ইমেইল, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি তথ্যগুলো দেখতে পাবেন।
নোটঃ ডোমেইনটির মালিক যদি ( হুইজ সুরক্ষা ) সার্ভিস ব্যবহার করেন। তাহলে ডোমেইনটির মালিকের তথ্য জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখা হবে।
ডোমেইন এর হুইজ চেক করার টুলঃ
ICANN Lookup https://lookup.icann.org
Whois https://www.whois.com
দ্বিতীয়ত যে কাজটি করবেনঃ যে কোন একটি ব্রাউজারে ট্যাপ ওপেন করে, ডোমেইন নামটি টাইপ করে ভিজিট করুন। যদি কোন ইনভেস্টর এর ডোমেইন হয়। তাহলে বিক্রি করার উদ্দেশ্যে ল্যান্ডিং পেজ ব্যবহার করতে পারে। ল্যান্ডিং পেজ থেকে যোগাযোগ করার অপশন পেয়ে যেতে পারেন।
ডোমেইনটি যদি ইন-ইউজার এর হয়। তাহলে সুন্দর একটি ওয়েব সাইটের ইন্টারফেস দেখতে পারেন। সেই ওয়েবসাইট এর এবাউট অপশন অথবা কন্টাক অপশন থেকে, ডোমেইন এর মালিকের সাথে যোগাযোগ করতে পারেন। আবার ডোমেইন-এ ল্যান্ডিং পেজ বা কোন ওয়েবসাইট না ও থাকতে পারে।
তৃতীয় ধাপে যে কাজটি করবেনঃ ডোমেইনটি যদি কোন ইনভেস্টর এর হয়। তাহলে অবশ্যই ডোমেইন মার্কেটপ্লেস গুলোতে বিক্রি করার উদ্দেশ্যে লিস্ট করে রাখবে। উল্লেখ যোগ্য জনপ্রিয় মার্কেটপ্লেসগুলোতে ডোমেইন নামটি সার্চ করে দেখুন।
জনপ্রিয় কয়েকটি ডোমেইন বেচা- কেনার মার্কেটপ্লেসঃ
Sedo
Afternic
Dan
Epik
Flippa
Squad Help
hugedomains
NameLot
শেষ ধাপে যে কাজটি করতে পারেনঃ আপনি কোন ডোমেইন ব্রোকার হায়ার করে, ব্রোকার এর মাধ্যমে বর্তমান ডোমেইনটির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন।
ডোমেইন ব্রোকার এর কাজঃ আপনার বাজেট অনুযায়ী বর্তমান ডোমেইনটির মালিকের সাথে যোগাযোগ করবে এবং ডোমেইনটির মালিক যদি বিক্রি করেন। সেক্ষেত্রে ডোমেইনটি সফল ভাবে ক্রয় করতে সহায়তা করবে।
Domain Agents , Godaddy ও Sedo থেকে ডোমেইন ব্রোকার হায়ার করতে পারেন।
পরামর্শঃ ডোমেইনটির মালিকের সাথে কথা বলে ডিল ফাইনাল হলে, এসক্রো সার্ভিসের মাধ্যমে ডিল কমপ্লিট করুন। অনলাইনে লেন-দেন সম্পূর্ণ করার সব চেয়ে নিরাপদ ও সুবিধা জনক উপায় এসক্রো সার্ভিস।
ধরুন, ড্যান কোম্পানি এসক্রো প্রক্রিয়ার তৃতীয় পক্ষ। এখন ড্যান এর কাছে বিক্রেতা ডোমেইন জমা দিবে এবং ক্রেতা টাকা জমা দিবে। তার পর ড্যান কোম্পানি ক্রেতাকে ডোমেইন দিয়ে দিবে এবং বিক্রেতাকে টাকা দিয়ে দিবে।
ডোমেইন মার্কেটপ্লেস থেকে ক্রয় করলে, আলাদা করে এসক্রো সার্ভিসের প্রয়োজন নেই। ডোমেইন ব্রোকারের মাধ্যমে ডিল হলে, এসক্রো সার্ভিসের ব্যবস্থা ব্রোকার করে দিবেন। এসক্রো সার্ভিসের জন্য তৃতীয় পক্ষকে সামান্য কিছু সার্ভিস চার্জ দিতে হয়। ডোমেইন এর বেশির ভাগ বড় বড় ডিল গুলো এসক্রো সার্ভিসের মাধ্যমে হয়।
জনপ্রিয় কয়েকটি ডোমেইন এসক্রো সেবা প্রদানকারী কোম্পানিঃ
Epik
Escrow
4.cn
Dan
আর্টিকেলটি স্পন্সর করেছে, ExonHost কোম্পানি। কোম্পানিটি দেশ ও দেশের বাহিরের মার্কেটে বেশ সুনামের সাথে ডোমেইন-হোস্টিং সার্ভিস প্রোভাইড করছে। কোম্পানিটির সার্ভিস কোয়ালিটি বেশ ভাল এবং 24 ঘণ্টা কাস্টমার সাপোর্ট পাবেন।
আশা করছি, এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবে
লেখক:Chayan Molla
Chaya
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content