………….বিগ ক্ল্যাশ লোডিং………….
জুন মাসে মোট চারটি সিনেমা রিলিজ হতে যাচ্ছে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তে। এরমধ্যে “বিক্ষোভ”,” অমানুষ” ও “তালাশ” সিনেমার হাইপ বেশী। মুক্তি পাওয়া অন্য ছবি টি হলো “আগামীকাল” এটি বাকি তিনটির মতো হাইপে নেই।
বিক্ষোভঃ ছবিটি রিলিজ পাবে আগামী ১০ই জুন।পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। অভিনয়ে-শান্ত খান,শ্রাবন্তি চ্যাটার্জি,রাহুল দেব,রজতাভ দত্ত,অমিত হাসান….।সিনেমাটি বিগ বাজেটের।
অমানুষঃ ছবিটি মুক্তি পাবে ১৭ই জুন।পরিচালনা করেছেন অনন্য মামুন।অভিনয়ে- নিরব হোসেন,মিথিলা,মিশা সওদাগর,শহীদুজ্জামান সেলিম,রাশেদ মামুন অপু,নওশাবা আহমেদ…। নতুন ধাঁচের একটি গল্প নির্ভর ছবি এটি।
তালাশঃ ছবিটি ১৭ই জুন মুক্তি পাবে।পরিচালনায় সৈকত নাসির। অভিনয়ে- আদর আজাদ,বুবলী….। ইতোমধ্যে ট্রেইলারে বাজিমাত করেছে ছবিটি। এখন দেখার পালা হলে কি হয়।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content