চাকরির পরীক্ষার আসার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর (Computer)- পার্ট-৪
90) ওরাকল কী? ✔Ans:- এক ধরনের ডাটাবেস প্রোগ্রাম।
91) কমপাইলারের কাজ কী? ✔Ans:- প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা।
92) কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
Also read :গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয়Meaning
93) কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে কোন অপরাধ করাকে কী বলে? ✔Ans:- সাইবার অপরাধ
94) কম্পিউটার কী? ✔Ans:- একটি হিসাবকারী যন্ত্র।
95) কম্পিউটার কে অাবিষ্কার করেন? ✔ Ans:- হাওয়ার্ড এইকিন
96) কম্পিউটার কোন কাজের জন্য বেশি উপযোগী? ✔Ans:- পূনরাবৃত্তিমূলক কাজের জন্য
97) কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
98) কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে ✔Ans:- ১০২৪ x ১০২৪ বাইট
99) কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অংশ কী? ✔Ans:- হার্ডওয়্যার ও সফটওয়্যার
100) কম্পিউটার পোর্ট কী? ✔Ans:- এক ধরনের পয়েন্ট বা সংযোগ মুখ।
১০১) আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
১০২) ইউনিকোডে অদ্বিতীয় অঙ্ক, অক্ষর এবং প্রকাশ করা হয় কিভাবে? ✔Ans:- ২১৬ বা ৬৫৫৩৬
১০৩) ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
১০৪) ইনটিগ্রেটেড সার্কট( IC ) কে আবিষ্কার করেন? ✔Ans:- জ্যাক কেলবি ও রবার্ট নয়েস ।
১০৫) ইনটেল প্যারাগন কী? ✔Ans:- একটি পঞ্চম স্তরের কম্পিউটার।
১০৬) ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একককে কী বলে? ✔Ans:- ডেটা।
১০৭) ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কী বলা হয়? ✔Ans:- নেটিজেন।
১০৮) ইন্টারনেটের জনক কে? ✔Ans:- ভিনটর গ্রে কার্ফ
১০৯) ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১০৯) ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
১১0) ইন্স্টাগ্রাম কে উদ্ভাবন করেন? ✔Ans:- কেভিন সিস্ট্রম মাইক ক্রিঞ্জার
১১১) উইকিলিকসের প্রতিষ্ঠাতা কে? ✔Ans:- জুলিয়ান অ্যাসাঞ্জ।
১১২) উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় রুপান্তর করে কোনটি? ✔Ans:- Interpreter ওCompiler.
১১৩) উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
১১৪) একটি স্প্রেডশীট সফটওয়ার কী? ✔Ans:- এমএস এক্সেল।
১১৫) এনকোডার কী? ✔Ans:- ডিজিটাল সার্কিট।
১১৬) এন্ড্রয়েব ব্যবহৃত প্রথম ফোন কোনটি? ✔Ans:- HTC Dream (T-Mobile এ)
১১৭) ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক কে? ✔Ans:- টিম বার্নস লি।
১১৮) ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কী করা যায়? ✔Ans:- দ্রুত তথ্য প্রেরণ করা যায়
১১৯) ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার
পড়া শেষে Done লিখুন …
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content