চরকিতে আসছে .REDRUM (2022) Full WEB-Flim Free Download and Review Watch Online
REDURM (2022) Bangla Chorki WEB-DL -480P 720P |1080P |Free Download
Cast:Afran Nisho,Mehjabeen Chowdhury, Vickey Zahid, Manoj Promanik,Shaila khanom Etc
“ভিকি জাহেদ” ইন্ডাস্ট্রিতে যার অপর নাম মিঃ টুইস্ট এই নির্মাতা দারুন দারুন সব কাজ নির্মান করে ইন্ডাস্ট্রিতে
মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, জীবনের বেশিরভাগ কাজ আপনি নিজের ইচ্ছের বিরুদ্ধেই করবেন।
Redrum (2022)
[ নো_স্পয়লার ]
ভিকি জাহেদ বাংলাদেশের মধ্যে আমার অন্যতম প্রিয় পরিচালক। এর কারণ আমি একজন থ্রিলার লাভার। তার প্রথম ওয়েব ফিল্ম “”রেডরাম” মাত্র দেখা শেষ করলাম। ভিকি জাহেদ মানে টুইস্ট আর থ্রিলার থাকবেই যা এইটাতেও বিদ্যমান ছিল। প্রথম ফিল্ম হিসেবে মোটামুটি ভালো করেছে।
দুই টাইমলাইন একসাথে দেখানো হয়েছে। সে জন্য সবকিছু ডিটেইলিং ছিল। এক টাইমলাইন ভালোবাসার তো আরেক টাইমলাইন মার্ডার ইনভেস্টিগেশন নিয়ে। কিন্তু এই মার্ডার টা কিভাবে হইলো আর কেন বা হইলো? এসব প্রশ্নের সাথে সাথে সমাধানও মিলেছে। সাথে সুন্দর ইনভেস্টিগেশন দেখেছি। শেষে যে ইউটিউব ক্লিপ দেখানো হয়েছে সেখানে আমিও শুধু গুণে গেছি যার কারণে অন্য কাউকে দেখতেই পারিনি। ব্যাপার টা ইন্টারেস্টিং। ভালো লেগেছে।
আফরান নিশো যেমন একজন হিউম্যান লাই ডিটেক্টর হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। তেমন তার অভিনয়ও ছিল নিখুঁত। সুন্দর অভিনয় করেছে পুরোটা জুড়ে। সাথে মেহজাবীন চৌধুরীও খুব ভালো ছিল। প্রথমবার ওটিটিতে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে। মনোজ প্রামাণিক অসাধারণ ছিল। বলা যায় এই গল্পের প্রাণ তিনি। নাদিয়া যতটুকু ছিল ভালো করেছে। অন্যান্য সবাই মোটামুটি ভালো ছিল।
সুন্দর সিনেমাটোগ্রাফি। সবকিছু ডিটেইলসে দেখানোর কারণে আরও বেশি ভালো লেগেছে। সফট বিজিএমটা ভালো ছিল। কিছু ট্রিকস জানতে পেরেছি যা আগে জানতাম না। সবকিছু মিলিয়ে বলাই যায় চরকির আরও একটি সুন্দর কন্টেন্ট। যা তাদের প্ল্যাটফর্মকে আরও পরিচিত করে তুলবে।
বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে।
টিভি নাটক বানিয়ে নিজে যেমন দর্শক মহলে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে একই ভাবে অভিনয় শিল্পীদের জনপ্রিয় করে তুলেছেন দর্শক মহলে এই নির্মাতা।
ইতিমধ্যে উনি চরকি’র জন্য নির্মান করেছেন “R E D R U M’ নামক একটি ওয়েব ফিল্ম যেখানে অভিনয়ে রয়েছেন ওয়েব সিরিজ মরীচিকার সালাম শরীফ ওরফে বাবু ভাই কিংবা পুর্ণজন্ম সিরিজে রাফসান হক চরিত্রে অভিনয় করে চারদিক আলোড়ন সৃষ্টি করা এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী,ওটিটি প্লাটফর্মে এটা মেহজাবীন চৌধুরী প্রথম কাজ।
এছাড়াও এই ওয়েব ফিল্মটিতে রয়েছেন মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া এবং নাসির উদ্দিন খান এর মতো সব জনপ্রিয় অভিনয় শিল্পীরা।
সবকিছু ঠিকঠাক থাকলে এই ওয়েব ফিল্মটি চরকি’তে এই মাসেই রিলিজ দিবে বলে জানা গেছে।
শুভ কামনা রইলো পুরো টিমের জন্য দারুণ কিছু দেখতে পাবো এমটাই প্রত্যাশা রাখি টিমের প্রতি।
ওয়েব সিরিজ দেখতে চরকি সাইটে ভিজিট করতে হবে।
আর যদি ফ্রি তে দেখতে চান তাহলে আমাদের মুভি সাইটে ভিজিট করুুন।
Presenting The Title Logo Of Our Upcoming Film | shop.shajgoj.com Presents A #Chorki Original Film #Redrum | Directed By Vicky Zahed | Releasing Soon WorldWide.
Afran Nisho Mehazabien Chowdhury Manoj Pramanik Nasir Uddin Khan Sallha Khanam Nadia #FilmFunFoorti
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content