গনোরিয়া
.
কি ?
গনোরিয়া এক ধরনের যৌন ব্যাধি। এই রোগে যৌনাঙ্গ থেকে পুঁজ বের হয়। পুরুষ এবং নারী উভয়ের ই এ রোগ হতে পারে।
.
কারণ কি?
গনোরিয়ায় আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনের ফলে এর জীবাণু ( গনোকক্কাস ) সহজেই অন্য যৌনসঙ্গীর দেহে প্রবেশ করে।
অর্থাৎ একজন গনোরিয়া রোগের রোগী ছড়ানোর প্রধান মাধ্যম।
.
গনোরিয়া |
লক্ষণ কি ?
পুরুষের জন্য লক্ষণ:
★ প্রসাবের সময় জ্বালাপোড়া করা
★ প্রসাব করার আগে ও পরে লিঙ্গের মুখ দিয়ে পুঁজ পড়া, যা কখনো কখনো কাপড়ে দাগ তৈরি করে থাকে।
★ প্রস্রাব করতে কষ্ট হতে পারে। অনেক সময় প্রস্রাব আটকে যেতে পারে।
★ কয়েক মাস বা বছর পরে হাঁটু কিংবা গিরায় ব্যথা এবং ফুলে উঠতে পারে।
.
মহিলাদের জন্য লক্ষণ:
★50 শতাংশ ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না
★প্রসাবের সময় সামান্য ব্যথা বা জ্বালাপোড়া হতে পারে। অল্প অল্প উপযুক্ত পোশাক নির্গত হতে পারে।
কয়েক মাস বা বছর পরে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা দিতে পারে:
★তলপেটে ব্যথা হতে পারে
★ঋতুস্রাবে সমস্যা হতে পারে
★বন্ধ্যা হওয়ার সম্ভাবনা থাকে
.
কিভাবে ছড়ায়?
গনোরিয়া আক্রান্ত রোগীর সাথে যৌনমিলনের ফলে গনোরিয়া আক্রান্ত রোগীর নিঃসৃত পুঁজ যদি অন্য নারী বা পুরুষের যৌনাঙ্গ স্পর্শ করে।
.
কাদের মধ্যে এই রোগ বেশি হয়?
★ একাধিক যৌনসঙ্গী যাদের আছে
★নিজের বিশ্বস্ত স্ত্রী ছাড়া যারা অন্য মেয়েদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে
★যারা পতিতালয় বা বিভিন্ন আবাসিক হোটেলে পতিতাদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে
★ যারা তাদের গার্লফ্রেন্ডের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে
★অসাবধান যৌন জীবন যাপনকারী
★অন্যান্য যৌন রোগে আক্রান্ত যৌন রোগে
★গনোরিয়ায় আক্রান্ত মায়ের গর্ভজাত শিশু ( চোখে সমস্যা হয় )
.
কিভাবে প্রতিরোধ করা যায় ?
★গুরু তার এক শিষ্যকে বলে ছিলেন ” ভালা হইয়া যাও, ভালো হইতে পয়সা লাগে না । নিজের বিশ্বস্ত স্ত্রী ছাড়া অন্য কারো সাথে যৌন সম্পর্কে জড়াইও না ।” এই রোগ প্রতিরোধে ঐ নাম না জানা গুরুর বাণী মনে রাখতে পারেন।
.
উপরের লক্ষণ দেখা দিলে বা সন্দেহ হলে সরাসরি চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
.
লেখক:
.
ডাঃ মোঃ ফাইজুল হক
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content