ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রীদের ঈদ যাত্রার অগ্রীম টিকিট বিক্রয় আগামী ২৩ এপ্রিল ২০২২ ইং তারিখ হতে শুরু হবে। প্রতিদিন অনলাইনে সকাল ০৬:০০ টা হতে এবং কাউন্টারে সকাল ০৮:০০ টা হতে বিক্রয় করা হবে। এছাড়া ২৫ এপ্রিল ২০২২ ইং তারিখ হতে সকল ট্রেনের কোন সাপ্তাহিক বন্ধ থাকবে না।
অগ্রীম টিকিট বিক্রয় হবে যথাক্রমেঃ
➡️২৩ এপ্রিল দেয়া হবে ২৭ এপ্রিলের টিকিট
➡️২৪ এপ্রিল দেয়া হবে ২৮ এপ্রিলের টিকিট
➡️২৫ এপ্রিল দেয়া হবে ২৯ এপ্রিলের টিকিট
➡️২৬ এপ্রিল দেয়া হবে ৩০ এপ্রিলের টিকিট
➡️২৭ এপ্রিল দেয়া হবে ০১ লা মে’র টিকিট
☑️ বিঃদ্রঃ চাঁদ দেখা স্বাপেক্ষে ২রা মে ২০২২ ইং তারিখ ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে এই অনুমানে উপরোক্ত টিকিট বিক্রয়ের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। যদি ১লা মে চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে ১ লা মে ২ রা মে’র টিকিট দেয়া হবে।
☑️ ১ লা মে ফিরতি যাত্রার টিকিট দেয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ ই মে হতে।
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content