অ্যাডসেন্সে (Adsense) Low Value Content And সমস্যা কিভাবে এর সমাধান করা যায় ? How to Solved Adsense Low Value Content 2022
বর্তমানে অ্যাডসেন্সে Low Value Content সমস্যা খুবই কমন হয়ে গেছে! জানা গেছে প্রায় ৯০% অ্যাডসেন্স রিজেক্ট হয়ে যায় এই লো ভ্যালু কন্টেন্ট এর জন্য! তাই আজকে আমি আপনাদের সামনে লো ভ্যালু কন্টেন্ট এর কারণ ও এটার সমাধান দেওয়ার চেষ্টা করবো!
প্রথমেই আমাদের এই ধারণাটি ক্লিয়ার করা দরকার যে আসলে আমরা লো ভ্যালু কন্টেন্ট বলতে আসলে কি বুঝি!
অনেকেই হয়তো বলবেন যে, লো সিপিসি ও লো সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে পোস্ট করলে সেটি লো ভ্যালু কন্টেন্ট হয়! হ্যাঁ ঠিক কিন্তু এটার সাথে আরও কিছু আছে সেটাই আজ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো!
মনে করেন, আপনি একটি হাই সিপিসি এবং হাই সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন! ধরলাম সেই কিওয়ার্ড টি হলো “এসইও”! আপনি এসইও এর উপর ২০ থেকে ৩০টি কপিরাইট ফ্রি পোস্ট করলেন। সবগুলো পোস্ট গুগলে ইন্ডেক্সও হয়ে গেলো। কিন্তু দেখা গেলো তারপরও ” লো ভ্যালু কন্টেন্ট ” আসছে। এখন এটা কেন হলো? আপনি তো হাই সিপিসি কিওয়ার্ড আর হাই সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে কাজ করলেন তাও কেন লো ভ্যালু কন্টেন্ট ধরলো? হ্যাঁ ভাই এই সমস্যাটা এখন মাক্সিমাম লোকই ফেস করে!
এটার কারণ হলোঃ আপনার পোস্টগুলো গুগলে র্যাংক করার মতো যোগ্যতা নেই! অর্থাৎ, আপনি যে পোস্ট গুলো লিখেছেন সেগুলোতে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো গুগলের কাছে আগে থেকেই আছে! আপনি হয়তো কোনো প্লেজিয়ারিজম চেকার দিয়ে চেক করে নিয়েছেন যে আপনার পোস্টগুলো ১০০% ইউনিক কিন্তু ভাই গুগল এটাও ধরতে পারে! প্লেজিয়ারিজম চেকার শুধু ডুপ্লিকেট ওয়ার্ড ও সেন্টেন্স চেক করে কিন্তু গুগল আপনার ওয়েবসাইটের সকল ইনফো-ই পড়তে পারে! তাই গুগলকে ফাকি দেওয়া খুব একটা সহজ নয়!
Adsense Low value
আপনি হয়তো এখন বলতে পারেন, ভাই আমার করা সবগুলো পোস্টই তো গুগলে ইন্ডেক্স আছে তাহলে কেন র্যাংক করার যোগ্য নয়? এটার উত্তর হবে, ভাই আপনাকে আরোও একটু জানতে হবে কেননা ইন্ডেক্স আর র্যাংক একই জিনিস নয়, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে ভাই! পোস্ট ইন্ডেক্স হয়েছে মানেই যে সেটা র্যাংক হবে এটা ভাবলে অনেক বড় ভূল করছেন! পোস্ট ইন্ডেক্স করানো খুবই সহজ কিন্তু র্যাংক করাতে আপনাকে অনেক সময় ও শ্রম দিতে হবে!
তাহলে এখন লো ভ্যালু কন্টেন্ট আসার কারণ গুলো এক নজরে দেখে নিই –
১. লো সিপিসি কিওয়ার্ড!
২. লো সার্চ ভলিউম কিওয়ার্ড!
৩. হাই কম্পিটিটিভ কিওয়ার্ড!
৪. সাইটে মিনিমাম ভিজিটর স্পেশালি অর্গানিক ভিজিটর না থাকা!
৫. পোস্টগুলো গুগলে ইন্ডেক্স না থাকা!
৬. কিওয়ার্ড রিসার্চ না করে পোস্ট করা!
৭. কপিরাইট কন্টেন্ট পাব্লিশ করা!
৮. আর্টিকেল রিরাইটার অথবা স্পিনার দিয়ে কন্টেন্ট জেনারেট করে পাব্লিশ করা!
৯. সাইটে মিনিমাম কন্টেন্ট না থাকা!
১০. এসইও ফ্রেন্ডলি ভাবে না লেখা!
১১. গুগলে র্যাংক করার অযোগ্য এমন কন্টেন্ট পাব্লিশ করা!
তাহলে এখন জেনে নিই কিভাবে এর সমাধান করা যায় –
১. হাই সিপিসি ও হাই সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে কাজ করবেন! তবে এমন ভাবে কন্টেন্ট লিখবেন যাতে আপনার পোস্টটি গুগলে র্যাংক করার ক্ষমতা রাখে!
২. আপনার যদি যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা না থাকে তাহলে আমি রেকোমেন্ড করবো হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে পোস্ট লিখবেন না! কারণ এধরণের কিওয়ার্ডে র্যাংক করানো অনেক কঠিন!
৩. মনে করুন আপনি ৩০টি পোস্ট পাব্লিশ করেছেন! চেষ্টা করবেন সকল পোস্ট গুগলে ইন্ডেক্স করতে এবং আপনার ওয়েবসাইটের ১০+ পোস্ট অর্থাৎ মোট কন্টেন্টের ৩ ভাগের ১ ভাগ বা তার বেশি পোস্ট যাতে গুগলে র্যাংক থাকে!
৪. রেগুলারিটি মেইনটেইন করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়! অনিয়মিত ভাবে পোস্ট না দিয়ে নিয়মিত নির্দিষ্ট সময় পর পর পোস্ট পাব্লিশ করবেন!
৫. যথা সম্ভব সাইটে ভিজিটর বাড়ান! অর্গানিক ভিজিটর হলে তো আর কোনো কথাই নাই! অনেকেই বলেন যে, অ্যাডসেন্স পেতে ভিজিটর লাগে না! হ্যাঁ ভাই আগে অ্যাডসেন্সের জন্য ভিজিটর খুব একটা বড় বিষয় ছিল না! কিন্তু এখন এটা লাগে! আপনার যদি তাও মনে হয় যে না ভিজিটর লাগে না তাহলে আপনি বাংলা কন্টেন্ট বাদে ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করে কোনো ভিজিটর ছাড়াই অ্যাডসেন্স এনে দেখান ব্রো!
৬. গুগল অফিসিয়ালি ওয়ার্ড লিমিট ও কন্টেন্ট লিমিট প্রকাশ করে নি যে, মিনিমাম এতো ওয়ার্ডের মধ্যে এতোগুলো কন্টেন্ট থাকতে হবে! তবে সকল এক্সপার্টরা রেকোমেন্ড করে ৮০০+ ওয়ার্ডের ৫০+ কপিরাইট ফ্রি পোস্ট পাব্লিশ করে অ্যাডসেন্সের অ্যাপ্লাই করতে!
৭. এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবেন!
৮. আর্টিকেল রিরাইটার বা স্পিনার দিয়ে কন্টেন্ট রিরাইট করে সরাসরি পাব্লিশ করবেন না! রিরাইট করা আর্টিকেলটিতে আপনার নিজের মতো করে কিছু তথ্য যোগ করুন প্রতিটি প্যারায়! তবে চেষ্টা করবেন সেগুলো যাতে ইনফরমেটিভ হয়!
৯. কিওয়ার্ড রিসার্চ এর উপর জোর দিন! কন্টেন্ট র্যাংকিং এর পলিসি বুঝার চেষ্টা করুন! তাহলে সবকিছুই সহজ হবে আপনার জন্য!
উপরের সমাধানগুলো মেনে চললে আশা করি আপনার আর লো ভ্যালু কন্টেন্ট আসবে না! এগুলো আমি নিজের মনমতো কিছু বলিনি! এই ইনফো গুলো বিভিন্ন অথোরাইজড ফোরাম থেকে রিসার্স করে নেওয়া! পোস্টে কোথাও কোনো ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!
আমি চেষ্টা করতেছি অ্যাডসেন্স ও এসইও এর সকল কমন সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করার! তাই আপনারা পাশে থাকলে পরবর্তীতে আরোও অন্যান্য বিষয় নিয়ে সমাধানমূলক আলোচনা করতে পারবো! আল্লাহ হাফেজ!
MOVIE INFORMATION
Name: অ্যাডসেন্সে (Adsense) Low Value Content And সমস্যা কিভাবে এর সমাধান করা যায় ? How to Solved Adsense Low Value Content 2022
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: leodaudbd@gmail.comWe will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content
Disclaimer:MLSBD does not host any files on it’s servers. All files or contents hosted on third party websites. MoviekhorBD does not accept responsibility for contents hosted on third party websites. MoviekhorBD just index those links which are already available in internet.