মুভি-ঃ অজ্ঞাত নামা (২০১৬)
ধরন-ঃ থ্রিলার, ড্রামা, মিস্ট্রি
পরিচালক-ঃ তৌকির আহমেদ
অভিনয়-ঃ ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুন,শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী
রানটাইম-ঃ ১ ঘন্টা ৪৫ মিনিট।
আইএমডিবি-ঃ ৯/১০ 🔥
জীবন্ত সিনেমা দেখেছেন কখনও?
যে চলচিত্রের সবচরিত্র বাস্তব!
হ্যাঁ এমনটাই মনে হবে ছবিটি দেখলে!
নো স্পয়লার :
সত্যি বলতে গেলে বাংলাদেশি চলচিত্র থেকে মন উঠে যাওয়ায় তেমন বেশী ছবি দেখা হয়না আমাদের। হাতেগোনা কয়েকজন অভীনেতা ছাড়া বাকি কারো ছবি দেখা হয়না।
কিন্তু অনেক আগের একটা ছবি দেখে আজ আফসুস হলো যে,কি কারনে এই ছবি এতদিন মিস করলাম।
সত্যি অজ্ঞাতনামা ছবিটি বাংলাদেশি চলচিত্রের একটি কালজয়ী কাজ।
পরিচালক তৌকির আহমেদ তার গুনের পরিচয় দিয়েছেন এই সিনেমায়।
আর যাদের কথা না বললে অসমাপ্ত থেকে যাবে,তারা হলো
আমার প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু,মোশাররফ করিম।
আর বিশেষ করে রমজান আলি চরিত্রের শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
আর আমি যতছবি দেখেছি তার মধ্যে এই ছবিটির রেশ সবচেয়ে বেশী সময় রয়েছে।আমাকে অনেক ভাবিয়েছে সিনেমাটি যে,
মানুষের জীবনে এরকমও হতে পারে?
একদম মন ছুয়ে যাওয়া অভিনয়!
যার কারনে পুরো সময়টা আপনি অন্য কোন কিছু নিয়ে ভাবার সময় পাবেন না।
এইসব মুভি দেখলে বোঝা যায় যে, বাংলাদেশে মানসম্মত মুভি করতে হাই বাজেট এর প্রয়োজন নেই!
হ্যাপি ওয়াচিং 🤗
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: [email protected]We will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content