আর টিভি নিবেদিত ওয়েব ফিল্ম হোটেল নিরিবিলি।
হোটেল নিরিবিলি বাংলা ফুল নাটক ডাউনলোড |Hotel Niribili | Bangla Full WebFlim Download Watch Online Musfiq R Farhan, Sabnam Faria |
সত্যি কথা বলতে ১ঘন্টা ৪৫মিনিট শুধু স্ক্রিন এর দিকে তাকিয়ে ছিলাম।
মনোমুগ্ধকর একটি ওয়েব ফিল্ম ছিলো।
টুইষ্টে ভরপুর ছিলো।একটু পর পর চরিত্রের পরিবর্তন। পুরাই অবাক ছিলাম পুরোটা সময় জুরেই।একের পর এক ধাধা।
মুশফিক আর ফারহান শবনম ফারিয়া দারুন অভিনয় করেছেন এক কথায় অসাধারন।
এই ওয়েব ফিল্মটি দেখার সময় কে সত্যি বলছে, কোনটা অভিনয় সত্যি এই নিয়ে ভাবতে থাকবেন।
একটু ক্লিপ শেয়ার করি, স্যার ৩জন ৩জনের মতো করে বললেন সত্যি কোনটা।কালাম যেটা বলেছে সেটা নাকি আছমারটা নাকি হক সাহেব যেটা বলে গেলেন সেটা।
সত্যিই অল্প বাজেটেও দারুন কিছু দর্শককে উপহার দেওয়া যায় এটাই প্রামান করলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়।
পরিচালক মেহিদী হাসান হৃদয় সাধারণ গল্পকে অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন দর্শকের মাঝে।
মুশফিক আর ফারহান ও শবনম ফারিয়া ছাড়াও এই ওয়েব ফিল্মে আরো অভিনয় করেন,শাহিদুজ্জামান সেলিম,সারাফ আহমেদ,বাসার বাপ্পি,ইমন,আহসান হাবিব,হেলাল আরো অনেকে।প্রত্যেকেরই অভিনয় ছিলো দারুন।
ব্রাকগ্রাউন্ড মিউজিক,স্থান অনুযায়ী কালার গ্রেডিং এর ব্যবহার দারুন ছিলো।যারা এখনো দেখেন নি তারা অবশ্যই দেখে নিতে পারেন।
আমাকে যদি বলা হয় মুশফিক আর ফারহানের সেরা কাজ কোনটি তাহলে আমি বলবো এখন পর্যন্ত এটি।
হ্যাঁ এটার দ্বিতীয় পার্ট আসতে পারে।
INFORMATION
DOWNLOAD LINK BELOW
🔔 গুরুত্বপূর্ণ ঘোষণা
আমাদের পুরাতন ওয়েবসাইট old.cinebaz.site এখন আর সক্রিয় নয় এবং সেখানে নতুন কোনো কনটেন্ট আপলোড করা হয় না। সবশেষ আপডেট এবং নতুন কনটেন্টের জন্য ভিজিট করুন আমাদের নতুন ওয়েবসাইট: mlsbd.news ✅
COPYRIGHT: If you believe that any content on this site infringes your copyright,please send a takedown notice using a verifiable email address to: leodaudbd@gmail.comWe will review your request and respond promptly, typically within 2 business days, to address and remove any infringing content